খালেদ আহমদ ও শরীফুল ইসলামের মারমুখী ব্যাটিংয়ের পর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৮৮ রানে। তাতে শ্রীলঙ্কা লিড পেয়েছে ৯২ রানের।
বাংলাদেশের ইনিংসে তাইজুল সর্বোচ্চ ৪৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন লিটন। ২২টি রান আসে খালেদের ব্যাট থেকে। আর ১৫ রান করেন শরীফুল।
বল হাতে শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ৪টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন রাজিথা ও লাহিরু কুমারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়েছিল শ্রীলংকা। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হওয়ায় লংকানরা লিড পেল ৯২ রানের।
আগের দিন ৩ উইকেটে হারিয়ে কঠিন বিপদে পড়া বাংলাদেশের দ্বিতীয় দিনের শুরুটা একদম মন্দ ছিল না। প্রথম ৫ ওভারে আসে ২১ রান আসে মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলামের ব্যাটে। তবে লাহিরু কুমারার দাপটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি জয়। দলীয় ৫৩ রানের মাথায় ব্যক্তিগত ১২ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর মাঠে নেমেই ইতিবাচক ব্যাটিং শুরু করেন শাহাদাৎ হোসাইন দীপু। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনিও। দলের সঙ্গে আর ২০ রান যোগ হতেই সেই কুমারার বলে ফেরেন এই তারকা। ২৬ বলে ১৮ রান আসে তার ব্যাটে।
আরেক পাশে একের পর এক উইকেট পতন দেখলেও অবিচল থাকেন মূলত বোলার তাইজুল। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ। এবার তাইজুলকে সঙ্গ দেন লিটন দাস। দারুণ ব্যাটিং করছিলেন এই দুজন। তবে কুমারা আঘাত হানেন এবারও। ভাঙে তাদের ৪১ রানের জুটি। ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে বাংলাদেশ। এরপর তাইজুলের সঙ্গ দিতে আসেন মিরাজ। ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে ১৫.৩ ওভার ব্যাট করে বাংলাদেশ। এই সময়ে স্কোরবোর্ডে যুক্ত হয় ৫৬ রান। যেখানে মূল অবদান রাখে খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের নবম উইকেট জুটি। এই সেশনের শুরুতেই বিদায় নেন তাইজুল। দলীয় ১৪০ রানের মাথায় কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৬ চারে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। হাফ সেঞ্চুরি না পেলেও এটিই তাইজুলের ক্যারিয়ারসেরা ইনিংস। বাংলাদেশের বিপদ বাড়িয়ে ১৪৭ রানের মাথায় ফেরেন মিরাজও।
বাংলাদেশ দল যখন দেড়শর আশেপাশে অলআউট হওয়ার শঙ্কায় তখন পাল্টা আক্রমণ শুরু করেন খালেদ ও শরিফুল। নবম উইকেটে গড়েন ৪০ রানের মূল্যবান জুটি। এই সময়ে দুইজনই ২টি করে ছক্কা হাঁকান। ১৮৭ রানের মাথায় শরিফুল (১৫) আউট হওয়ার ১ রান পর ফেরেন খালেদও (২২)।
এর আগে, ২৪৮ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করা শ্রীলংকাকে শুরুতে চেপে ধরেছিল বাংলাদেশ। ৫৭ রানের মধ্যেই তুলে নিয়েছিল লংকানদের ৫ উইকেট। এরপর শক্ত প্রতিরোধ গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্ডু মেন্ডিস। ২০২ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে। তবে ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৮০ রানেই অলআউট হয় শ্রীলংকা।
যার জবাব দিতে নেমে শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই একে একে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে মাঠ ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়।
নবীন নিউজ/পি
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি
দুই টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল
আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল
নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও’
মুখ খোলার হুমকি: আরও এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়
পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন
অনুশীলনে যোগ দিলেন ‘বিদ্রোহী’ ১৩ নারী ফুটবলার
মামারদাশভিলির সেভে রিয়ালকে পরাজিত করল ভ্যালেন্সিয়া
তামিমের স্থানে মোহামেডানের দায়িত্বে হৃদয়
ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব
অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা
কোপা দেল রে ফাইনাল: লড়াই জমবে ২৬ এপ্রিল!
আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী
হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, রিং পরানো হয়েছে
হার্ট অ্যাটাকের শিকার তামিম, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে
বাংলাদেশের হয়ে খেলবেন হামজা
দেশে ফিরলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস
৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সৌদির ক্রিকেট বিপ্লব
৯১ রানে অলআউট, ৯ উইকেটে হারল পাকিস্তান
সুপার ওভারে এক রানও করতে পারল না বাহরাইন
সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি ঘোষণা
ভারতের ফাইনাল রোববার
সাত বছর পর ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো বাফুফে
ওয়ানডে ক্রিকেটে মুশফিকের অবদান ভোলার নয়: করুণারত্নে
নেইমারের স্বপ্নময় প্রত্যাবর্তন
ইংল্যান্ডের হারে বাংলাদেশ ষষ্ঠ, পাচ্ছে বাড়তি তিন কোটি টাকা
মাঠে নামতে চান সাকিব, কিন্তু...
অদ্রির সঙ্গে মালবদল ক্রিকেটার জাকির হাসানের