সোমালিয়া উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর কাছে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছে।
এক্স পোস্টে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী সোমালিয়া বলেছে, ২০২৩ সালের নভেম্বর থেকে দস্যুতার একাধিক ঘটনা ঘটেছে এখনে। এবার তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। যার মধ্যে একটি, এমভি আবদুল্লাহ এখনো জলদস্যুদের নিয়ন্ত্রণে আছে।
এবং ওই এলাকায় আটলান্টা অপারেশনের যুদ্ধজাহাজও মোতায়েন আছে। পোস্টে যুক্ত একটি সংক্ষিপ্ত ভিডিওতে এমভি আবদুল্লাহর অদূরেই ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী সোমালিয়ার যুদ্ধজাহাজটিকে অবস্থান করতে দেখা গেছে।
এছাড়াও একটি হেলিকপ্টার এমভি আবদুল্লাহর কাছাকাছি চক্কর দিতে দেখা যাচ্ছে। পূর্ব আফ্রিকা উপকূলে জলদস্যুতা নির্মূলে কাজ করে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সও তাদের ‘অপারেশন আটলান্টার’ অংশ হিসেবে এমভি আবদুল্লাহর ওপর নজর রাখছে বলে শুরু থেকেই জানিয়ে আসছে।
মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। নাবিকরা সবাই বাংলাদেশি। এদিকে জলদস্যুদের সঙ্গে প্রথমবারের মত কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হওয়ার তথ্য জানায় জাহাজটির মালিকপক্ষ।
নাবিকদের ‘নিরাপত্তার কথা মাথায় রেখে এমভি আবদুল্লাহ উদ্ধারে কোনো অভিযান চায় না জাহাজটির মালিক প্রতিষ্ঠান।
মালিকপক্ষ মিজানুল ইসলাম বলেন, “জাহাজের নাবিকদের নিরাপত্তার স্বার্থে তারা কোন ধরনের সামরিক পদক্ষেপে সমর্থন করেন না। বাংলাদেশ সরকারেরও একই চাওয়া।”
অন্যদিকে রয়টার্সে বলছে, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ও জিম্মি নাবিকদের জলদস্যুদের হাত থেকে মুক্ত করতে সোমালিয়ার পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
জলদস্যুদের হাতে ছিনতাই হওয়ার পর বেশ কয়েকবার অবস্থান বদলে বর্তমানে জাহাজটি সোমালিয়ার পান্টল্যাণ্ড অঞ্চলের উপকূলের মাত্র দেড় নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।
ভারতীয় কমান্ডোরা মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনে অভিযান চালিয়ে ১৭ ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পর এমভি আবদুল্লাহয় অভিযানের এই পরিকল্পনা করে জলদস্যুরা।
সোমালিয়ার পান্টল্যান্ড এ এলাকাটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে অনেকগুলো জলদস্যু দলের ঘাঁটি রয়েছে। ওই এলাকার পুলিশ বাহিনী বলেছে, এমভি আবদুল্লাহকে দখল করে থাকা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে। সে কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযানে অংশ নিতেও প্রস্তুত রয়েছে।
এর আগে রোববার এমভি আবদুল্লাহ দখল করে রাখা জলদস্যুদের জন্য ‘খাত’ নামের এক ধরনের মাদক নিয়ে যাওয়ার সময় একটি নৌযান জব্দ করে পান্টল্যান্ড পুলিশ।
এছাড়া আবদুল্লাহকে জলদস্যুদের যে দলটি দখল করেছে সেই দলের সাথে সম্পৃক্ততার অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করে স্থানীয় পুলিশ।
এর আগে ভারত মহাসাগরের নিরাপত্তায় থাকা ইউরোপীয় বাহিনী আবদুল্লাহর জিম্মি নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তাব দিলেও তাতে সায় দেয়নি বাংলাদেশ।
এর আগে ২০১০ সালে কবির গ্রুপের আরও একটি জাহাজ ‘এমভি জাহান মনি’ জলদস্যুদের কবলে পড়েছিল। মুক্তিপণ দিয়ে সে জাহাজটি ফিরিয়ে আনার পূর্ব অভিজ্ঞতা তাদের রয়েছে বলে জানা যায়।
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৮০
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দু'জন নিহত
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অতর্কিত বিমান হামলা, নিহত ৩৮
পবিত্র আল আকসা চত্বরে ইহুদিদের ভীড়
ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প
'আরও আঘাতের' শিকার হবে হামাস: নেতানিয়াহু
ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করল মালদ্বীপ
কাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ইরানে আট পাকিস্তানিকে হত্যার জবাব চায় ইসলামাবাদ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ‘সম্পূর্ণ বাতিল’ চায় চীন
ইরানে ৮ পাকিস্তানিকে গুলি করে হত্যা
এবার মার্কিন পণ্যের শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন
নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ ৬ জনের প্রাণহানি
ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত ৬৬, আহত ১৫৫
৩ জুন অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন
বিশ্বের প্রভাবশালী ৫০ দেশের তালিকায় বাংলাদেশ
নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ট্রাম্প
গাজা থেকে রকেট হামলায় ইসরায়েলি শহরে আতঙ্ক
ইসরায়েলকে শক্তিশালী করছে কারা? মুসলিম রাষ্ট্রগুলোর দ্বিমুখী ভূমিকা
আরব বিশ্বের নীরবতা, গাজার পাশে দাঁড়ালো আমেরিকা
‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখর যুক্তরাষ্ট্রের রাজপথ
গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীর হত্যার ঘটনায় ভুল স্বীকার ইসরাইলের
বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির
ওড়িশায় বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার : জাতিসংঘ
ইউক্রেনে রাশিয়ান বাহিনীর হামলায় নিহত ১৮
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১২ ফিলিস্তিনি নিহত
সাংবিধানিক লঙ্ঘনের দায়ে প্রেসিডেন্ট ইউনের বিদায়