ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ। লঙ্কানদের হারানোর দিনে দলের চাপের মুখে ঝড়ো ব্যাটিং করেন রিশাদ হোসেন। ১৮ বলে ৪৮ রান করে দলকে সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন রিশাদ।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৫৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।
২৩৬ রান তাড়ায় আহত সৌম্য সরকারের বদলি কনকাশন সাব হিসেবে ব্যাটিং করতে নামেন তানজিদ হাসান তামিম। এনামুল হক বিজয়ের সঙ্গে ৫০ বলে ৫০ রানের জুটি ছিল তার। ২২ বলে ১২ রান করে ড্রাইভ করতে গিয়ে এক্সট্রা কাভারে আভিশকা ফার্নান্দোর হাতে ক্যাচ দেন বিজয়। লাহিরু কুমারার বলে আউট হয়ে যান তিনি।
পরের ওভারে এসে নাজমুল হোসেন শান্তকে ফেরান কুমারা। তার বলে উইকেটে পেছনে ক্যাচ দেন ৫ বলে ১ রান করা এই ব্যাটার। পরে কুমারাই নেন তাওহীদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট। ২৫ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ছোঁয়া তানজিদ খেলেন ৮১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রানের ইনিংস।
সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। কিন্তু মিরাজকে ফিরিয়ে হাসারাঙ্গা চাপ বাড়ান বাংলাদেশের ওপর। ৬২ বলে ৪৮ রানের জুটি ছিল তাদের। মিরাজ ফেরার পর উইকেটে আসেন রিশাদ।
উইকেটে এসে প্রথম বলেই হাসারাঙ্গাকে ছক্কা হাঁকান রিশাদ। ওই ওভারের বাকি চার বলে আরও একটি চার ও ছক্কা। হাসারাঙ্গা আবার ৪০তম ওভার করতে আসেন। ওই ওভারে ২৪ রান নেন রিশাদ। এতে দলের জয়ও তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায়। পরের ওভারের দ্বিতীয় বলে থিকসানাকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন মুশফিক।
২৫ বলে তার সঙ্গে রিশাদের জুটি ছিল ৫৯ রানের। ১৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৪৮ রান করেন রিশাদ। ৩৬ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন মুশফিক।
এ জয়ে সিরিজটিও নিজেদের করে নিল বাংলাদেশ। প্রথম ওয়ানডে বাংলাদেশ জেতার পর দ্বিতীয়টিতে জিতেছিল সফরকারীরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জেনিথ লিয়ানাগে একাই খেলেন। দুর্দান্ত সেঞ্চুরি করে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার। ১০১ রান করেন তিনি। এছাড়া ৩৭ রান করেন চারিথ আশালঙ্কা ও ২৯ রান করেন কুশল মেন্ডিস।
আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল
নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও’
মুখ খোলার হুমকি: আরও এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়
পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন
অনুশীলনে যোগ দিলেন ‘বিদ্রোহী’ ১৩ নারী ফুটবলার
মামারদাশভিলির সেভে রিয়ালকে পরাজিত করল ভ্যালেন্সিয়া
তামিমের স্থানে মোহামেডানের দায়িত্বে হৃদয়
ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব
অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা
কোপা দেল রে ফাইনাল: লড়াই জমবে ২৬ এপ্রিল!
আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী
হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, রিং পরানো হয়েছে
হার্ট অ্যাটাকের শিকার তামিম, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে
বাংলাদেশের হয়ে খেলবেন হামজা
দেশে ফিরলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস
৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সৌদির ক্রিকেট বিপ্লব
৯১ রানে অলআউট, ৯ উইকেটে হারল পাকিস্তান
সুপার ওভারে এক রানও করতে পারল না বাহরাইন
সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি ঘোষণা
ভারতের ফাইনাল রোববার
সাত বছর পর ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো বাফুফে
ওয়ানডে ক্রিকেটে মুশফিকের অবদান ভোলার নয়: করুণারত্নে
নেইমারের স্বপ্নময় প্রত্যাবর্তন
ইংল্যান্ডের হারে বাংলাদেশ ষষ্ঠ, পাচ্ছে বাড়তি তিন কোটি টাকা
মাঠে নামতে চান সাকিব, কিন্তু...
অদ্রির সঙ্গে মালবদল ক্রিকেটার জাকির হাসানের
বিধ্বংসী ফর্মে থাকলেও প্রথম ম্যাচে নেই ক্লাসেন
বাংলাদেশ-ভারত ওয়ানডে লড়াই: অভিজ্ঞ ব্যাটিং নাকি আগ্রাসী পেস?