একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নামাজ পড়াকে কেন্দ্র করে কয়েকজন বিদেশি মুসলিম ছাত্রকে লাঞ্ছিত করেছে বেশ কয়েকজন ভারতীয়।
শনিবার (১৬ মার্চ) পশ্চিম ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুজরাট পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় আহত পাঁচ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ছাত্রদের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্য দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তির নাম হিতেশ মেওয়াদা এবং ভারত প্যাটেল। তারা আহমেদাবাদের বাসিন্দা। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তারা প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।
এদিকে আহমেদাবাদ শহরের পুলিশ কমিশনার জিএস মালিক সাংবাদিকদের বলেছেন, ‘ঘটনার দিন শনিবার রাতে প্রায় বেশ কয়েকজন ব্যক্তি ছাত্রাবাসে প্রবেশ করে এবং ছাত্রদের মসজিদে নামাজ পড়তে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং এক পর্যায়ে ওই ব্যক্তিরা বিদেশি ছাত্রদের লাঞ্ছিত করে এবং ঢিল ছুঁড়ে। এ ছাড়া তাদের কক্ষে ঢুকেও ভাঙচুর চালায়।’ তিনি আরো বলেন, ‘মামলার তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে।
’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, গুজরাট সরকার অপরাধীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নিচ্ছে।
শনিবার ঘটনাস্থল পরিদর্শনকারী বিবিসি গুজরাটের সাংবাদিকরা বলেছেন, তারা ঘটনাস্থলে পাথর এবং ভাঙা যানবাহন দেখেছেন। অনলাইনে প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে, একদল জনতা হিন্দু ধর্মীয় স্লোগান দিয়ে ওই বিদেশি মুসলিম ছাত্রদের ওপর হামলা চালাচ্ছে, গাড়ি ভাঙচুর করেছে এবং পাথর ছুঁড়ছে।
হামলায় আহত আফগানিস্তানের একজন ছাত্র নাভিদ সিদ্দিক টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাকে বলেছেন, ‘তিনি এবং অন্যান্য ছাত্ররা তারাবীর নামাজ পড়ছিলেন। তখন তিনজন লোক ছাত্রাবাসে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।
’ তিনি আরো বলেন, ‘এরপর তর্ক শুরু হয় এবং তারা পাথর, লোহার পাইপসহ সশস্ত্র আরো লোক ডেকে নিয়ে আসে এবং আমাদের ওপর আক্রমণ চালায়। আমাদের কক্ষেও হামলা চালায় তারা।’
আফগানিস্তানের আরেক ছাত্র নোমান বিবিসি গুজরাটকে বলেছেন, ‘এর আগেও এরকম ঘটনা ঘটেছে।’ অন্য দেশের শিক্ষার্থীদের জন্য ভারতে অনেক ঝুঁকি রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩০০ বিদেশি শিক্ষার্থী রয়েছে। যাদের অনেকেই আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকান দেশ থেকে এসেছেন। আহত ছাত্ররা ফেডারেল সরকার সমর্থিত ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের বৃত্তি নিয়ে ভারতে ছিল।
গুজরাট বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড: নীরজা এ গুপ্তা সাংবাদিকদের বলেন, “বিদেশি ছাত্র এবং হামলাকারীদের মধ্যে অন্য বিষয় নিয়েও উত্তেজনা ছিল। আমার কাছে পাওয়া তথ্য অনুসারে, নামাজ মূল সমস্যা নয়।” ডা: গুপ্তা আরো বলেন, ‘বিদেশি ছাত্রদের উন্নত নিরাপত্তা ও সুযোগ-সুবিধাসহ নতুন ছাত্রাবাসে স্থানান্তর করা হবে।’
ভারতে মুসলমানদের নামাজ পড়া নিয়ে উত্তেজনা এই প্রথম নয়। ২০২১ সালে গুরগাঁওয়ের জনসম্মুখে নামাজ পড়া নিয়ে মুসলিমরা হিন্দু কট্টর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে নিয়মিত বাধা এবং প্রতিবাদের মুখোমুখি হয়েছিল। চলতি মাসের শুরুর দিকেও দিল্লিতে একজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। তিনি একটি রাস্তার পাশে নামাজ পড়া মুসলিম ব্যক্তিকে লাথি মেরেছিল এবং ক্যামেরায় ধরা তা পড়েছিল।
সূত্র: বিবিসি
নবীন নিউজ / আ
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দু'জন নিহত
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অতর্কিত বিমান হামলা, নিহত ৩৮
পবিত্র আল আকসা চত্বরে ইহুদিদের ভীড়
ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প
'আরও আঘাতের' শিকার হবে হামাস: নেতানিয়াহু
ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করল মালদ্বীপ
কাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ইরানে আট পাকিস্তানিকে হত্যার জবাব চায় ইসলামাবাদ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ‘সম্পূর্ণ বাতিল’ চায় চীন
ইরানে ৮ পাকিস্তানিকে গুলি করে হত্যা
এবার মার্কিন পণ্যের শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন
নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ ৬ জনের প্রাণহানি
ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত ৬৬, আহত ১৫৫
৩ জুন অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন
বিশ্বের প্রভাবশালী ৫০ দেশের তালিকায় বাংলাদেশ
নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ট্রাম্প
গাজা থেকে রকেট হামলায় ইসরায়েলি শহরে আতঙ্ক
ইসরায়েলকে শক্তিশালী করছে কারা? মুসলিম রাষ্ট্রগুলোর দ্বিমুখী ভূমিকা
আরব বিশ্বের নীরবতা, গাজার পাশে দাঁড়ালো আমেরিকা
‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখর যুক্তরাষ্ট্রের রাজপথ
গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীর হত্যার ঘটনায় ভুল স্বীকার ইসরাইলের
বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির
ওড়িশায় বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার : জাতিসংঘ
ইউক্রেনে রাশিয়ান বাহিনীর হামলায় নিহত ১৮
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১২ ফিলিস্তিনি নিহত
সাংবিধানিক লঙ্ঘনের দায়ে প্রেসিডেন্ট ইউনের বিদায়
দক্ষিণ এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র