রাতে পথ চলার সময় আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে গুনগুন করে গান গেয়ে থাকেন অনেকেই। কেউ আবার বাড়ির ছাদে বা বারান্দায় বসে চাঁদের সৌন্দর্য উপভোগ করেন। চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয় নি এমন মানুষ নেই বললেই চলে। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। পৃথিবীর সাথে চাঁদের গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু এই চাঁদ হঠাৎ করে পৃথিবী থেকে উধাও হয়ে গেলে কী হবে? তা কখনো চিন্তা করেছেন?
জ্যোতির্বৈজ্ঞানিক দূরত্বের দিক থেকে চিন্তা করলে এরা একে-অপরের বেশ নিকটে অবস্থিত, আর তাই মহাকর্ষীয় আকর্ষণজনিত প্রভাবও বেশি। এই প্রভাবের প্রধানতম অবদান হচ্ছে সমুদ্রের জোয়ার-ভাটা। চাঁদ না থাকলে প্রথমেই সমুদ্রের জোয়ার-ভাটার পদ্ধতিতে পরিবর্তন আসবে। কারণ, তখন সূর্যের প্রভাবে অন্য রকমের জোয়ার-ভাটা দেখা যাবে তখন। এ জোয়ারের এলোমেলো হিসাবের কারণে উপকূলীয় বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে প্রতিদিন জোয়ারের ওপর নির্ভর করা বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাবে।
বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের জ্যোতিঃপদার্থবিদ পল সাটার। তিনি বলেছেন, চাঁদ উধাও হয়ে গেলে পৃথিবী তার অক্ষের ওপর বর্তমানের তুলনায় দ্রুত ঘুরবে। এর ফলে দিন-রাতের সময় কমে যাবে। অর্থাৎ পৃথিবীতে এখন দিন-রাত হয় ২৪ ঘণ্টায়, তখন হবে ৬ থেকে ১২ ঘণ্টায়।
শুধু তাই নয়, চাঁদ না থাকলে রাত হবে বৈচিত্র্যহীন। রাতের অন্ধকার হবে অনেক বেশি। তখন আকাশে সবচেয়ে বেশি উজ্জ্বল বস্তু হিসেবে দেখা যাবে শুক্র গ্রহকে। যদিও চাঁদের মতো আকাশ আলোকিত করার জন্য যথেষ্ট নয় শুক্র।
চাঁদের অনুপস্থিতিতে পৃথিবীতে সমুদ্রের জোয়ারের আকারেও পরিবর্তন আসবে। তখন বর্তমানের তুলনায় সমুদ্রে প্রায় এক-তৃতীয়াংশ উঁচু ঢেউ দেখা যাবে। তখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখা যাবে না; অর্থাৎ পৃথিবী থেকে সূর্যকে ঢেকে রাখার মতো আর কিছুই থাকবে না। চাঁদ না থাকলে পৃথিবীর অক্ষে কিছুটা পরিবর্তন আসবে। সময়ের সঙ্গে সঙ্গে অক্ষের অবস্থান পরিবর্তন হবে, যা প্রতিকূল আবহাওয়া তৈরি করবে।
এছাড়াও চাঁদ না থাকলে পৃথিবী খুব বেশি হেলে যেতে পারে কিংবা খুব কম কাত হতে পারে। তখন নাও থাকতে পারে কোনও ঋতুর অস্তিত্ব।
এর বাইরে প্রাণিকুলেও দেখা যাবে ব্যাপক পরিবর্তন। আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বন্য প্রাণী পরিবেশবিদ লরা প্রুগ বলেন, চাঁদ না থাকলে প্রাণিজগতে কিছু পরিবর্তন দেখা যাবে। তখন প্রাণীরা ভিন্ন ধরনের আচরণ করবে। চাঁদের আকস্মিক অনুপস্থিতি অন্যান্য প্রাণীকেও বিভ্রান্ত করবে।
২০১৩ সালের অ্যানিমেল ইকোলজি জার্নালের পর্যালোচনায় বলা হয়, এমন প্রাণী আছে, যারা চাঁদের উপস্থিতির মাধ্যমে প্রতিবেশের সঙ্গে সংযুক্ত হয়। প্যাঁচা আর সিংহের মতো অনেক শিকারি প্রাণী কার্যকরভাবে শিকার করার জন্য চাঁদের আলোর ওপর নির্ভর করে। চাঁদ না থাকায় তাদের খাবার খুঁজে পেতে সমস্যা হবে।
সুতরাং বলা যায়- চাঁদ হঠাৎ ভ্যানিশ হয়ে গেলে পৃথিবীর ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে, যা পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হতে পারে।
নবীন নিউজ/জেড
ঢাকা থেকে বিলুপ্ত প্রায় কিছু আদি পেশা
ঘুরে আসতে পারেন বিক্রমপুর জাদুঘর
ভ্রমণপ্রেমীদের কাছে একটি দর্শণীয় স্থান ফেনী
ভুটানের সেরা খাবার
প্রাকৃতিক সৌন্দর্যে গাইবান্ধা
বসন্ত বাতাসে আজ শুধু ভালোবাসার বর্ণচ্ছটা...
পর্যটকদের ভিড় বাড়ছে রংপুরে
স্বপ্নপুরীর দেশে একদিন
যা কিছু আছে দেখার আছে ব্রহ্মপুত্র ঘেরা কুড়িগ্রামে
বারুণী স্নান উৎসব দেখতে যেতে পারেন নীলফামারীর নীলসাগরে
প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ ঠাকুরগাঁও ভ্রমণ
শেষ সীমান্তের সৌন্দর্য দেখতে লালমনিরহাট ভ্রমণ
ঘুরে আসতে পারেন প্রাচীন সভ্যতার নিদর্শন ‘হিমালয়কন্যা’ পঞ্চগড়
প্রকৃতি প্রেমীদের কাছে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা
পর্তুগালে স্থায়ী ভাবে থাকার সুবিধা বন্ধ
বঙ্গোপসাগরের যে দ্বীপে মানুষ গেলে আর জীবিত ফিরতে পারে না
২ মিনিটে হাঙরকে একাই গিলে ফেললো তিমি
যে ৬টি কাজ করে আপনি নিজের জীবন নিজেই নষ্ট করছেন
‘মৃত্যুর’ নাম্বার পড়েছে লক্ষ্মীপুরের ১৫ হাজার গাছে!
‘নারীর বিনা বেতনে করা কাজের স্বীকৃতি ছাড়া বাংলাদেশের অর্থনীতি স্মার্ট হবে না’
মাটি খুঁড়তেই বের হলো ২ হাজার বছর আগের শত শত সমাধি
মাছ কী ঘুমায়?
হিজাব পরে আলোচনার ঝড় তুললেন যে মডেল
গাছ লাগানোর সঠিক সময় কখন?
৫০ জন কনের যৌতুক ছাড়া বিয়ে
জীবন্ত অবস্থায় কবর দেবার চারদিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার
কর্মক্ষেত্রে একাকিত্ব বোধ করেন?
ভালো কাজ করলেই খাবার পাওয়া যায় যেখানে
স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ার কারণ ও সমাধান
বৃষ্টির মতো ছিটকে পড়ছে স্বর্ণ