বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আবদুল্লাহ মোহাম্মদ আল বন্দর নামে এক কুয়েতি নাগরিক এসেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের ছেঁওরিয়া গ্রামে। বাংলাদেশের বিয়ের রীতি দেখতে এসে বন্ধুর মেয়ের গায়েহলুদের অনুষ্ঠান থেকে শুরু করে সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানসহ এখন দেশের সবুজ প্রকৃতির প্রতি মুগ্ধতা প্রকাশ করছেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে আসেন। এখন পর্যন্ত বাংলাদেশেই অবস্থান করছেন তিনি।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কুয়েতি নাগরিক আবদুল্লাহ মোহাম্মদ আল বন্দর এলাকার কৃষিখেতে নেমে ঘুরে ঘুরে দেখছেন। তিনি ফসলি মাঠের প্রতিটি সবজি ধরে দেখছেন। নিজের মোবাইল ফোনের সেগুলো ক্যামেরাবন্দী করছেন। কখনো নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, গত ১৬ ফেব্রুয়ারি প্রবাসী ইকবাল হোসেনের মেয়ের বিয়ে ছিল। ওই বিয়ে দেখতে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন কুয়েতি নাগরিক আল বদর। ১৫ ফেব্রুয়ারি প্রবাসী ইকবাল হোসেনের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান উপভোগ করেন আল বদর। ১৬ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান এবং ১৭ ফেব্রুয়ারি বরের বাড়ির বৌ-ভাতসহ সব অনুষ্ঠান উপভোগ করেন কুয়েতি এই নাগরিক।
ইকবাল হোসেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এই কুয়েতি নাগরিক এ দেশে এসেছেন। বাংলাদেশে যত দিন থাকবেন, তত দিন এখানে থাকবেন বলে জানালেন ইকবাল হোসেন। তিনি বলেন, ‘ওনার পুরো নাম মোহাম্মদ আবদুল্লাহ তাহের আবদুল্লাহ মোহাম্মদ আল বন্দর। কুয়েতের আহম্মেদি প্রদেশের হাতিয়া শহরের বাসিন্দা। একসময়ে সরকারি চাকরিজীবী ছিলেন। বর্তমানে অবসর নিয়েছেন।’
প্রবাসী ইকবাল হোসেন বলেন, ২০১৫ সালে আমি কুয়েতে যাই। তখন থেকে কুয়েতি নাগরিক আল বদরের সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। গত ডিসেম্বরে আমি কুয়েতে অবস্থানকালে আমার মেয়ে জান্নাতুল ফেরদৌস হ্যাপীর বিয়ে ঠিক হয়। আমি তখন বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন কুয়েতি বন্ধু আল বদর এটা শুনে বাংলাদেশের বিয়ে কেমন হয় সেটি দেখার আগ্রহ প্রকাশ করেন। পরে আমি তাকে আমন্ত্রণ জানিয়ে দেশে চলে আসি। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতি নাগরিক আল বদর গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন। আমরা তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে গ্রামের বাড়িতে নিয়ে আসি। তিনি আরও কয়েকদিন বাংলাদেশে থাকবেন।
ওই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, কুয়েতি মেহমানকে দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেকেই এ গ্রামে আসছেন। তার সঙ্গে কথা বলছেন এবং সেলফি তুলছেন। এক কথায়-সকলে মিলে একসঙ্গে বিয়ের আনন্দটা দ্বিগুণ হয়েছে। গ্রামগঞ্জের এ ধরনের অনুষ্ঠানে ভিনদেশি কোনো নাগরিকের উপস্থিতি সত্যিই আনন্দের। কুয়েতি নাগরিক আবদুল্লাহ মোহাম্মদ আল বদর আমাদের গ্রামে এ বিয়েতে অংশগ্রহণ করাতে বিয়ের উৎসব আরও দ্বিগুণ হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশের কৃষিপণ্য দেখে আবেগাপ্লুত হয়েছেন। আরবি ভাষায় নিজের অভিমতগুলো প্রকাশ করছেন। কুয়েতি নাগরিক আল বদর বলেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। বাংলাদেশের বিয়ে কীভাবে হয় সেটি দেখার শখ ছিল অনেক আগে থেকেই। আমি এর আগে কয়েকবার বাংলাদেশে এলেও কখনও এদেশের বিয়ের রীতি দেখা হয়নি। ইকবালের মেয়ের বিয়ের খবর শুনে ছুটে আসি। খুব ভালো লাগছে এত সুন্দর করে বাংলাদেশে বিয়ের আয়োজন হয়। বিশেষ করে গায়ে হলুদ অনুষ্ঠান একেবারেই ভিন্ন। আমাদের দেশে গায়ে হলুদ অনুষ্ঠান হয় না। এখানে এসে সেটি দেখলাম। এছাড়াও বিয়ের অনুষ্ঠানও আমাকে মুগ্ধ করেছে। আমি নব দম্পতির জন্য দোয়া করি তারা যেন সবসময় হাসিখুশি এবং সুখী একটি জীবন পার করতে পারে।
তাছাড়া তিনিও খুব মিশুক মানুষ। সবার সঙ্গে মিশছেন। গ্রামের অলিতে গলিতে হাঁটছেন। সকালে বাড়ির পাশে দোকানে পরোটা খেতে যান, সবার খোঁজখবর নেন। তিনি সত্যি অসাধারণ মানুষ। এদিকে বাংলাদেশে তাঁকে পেয়ে আনন্দিত তাঁর বন্ধু ওই গ্রামের ইকবাল হোসেনসহ গ্রামবাসীও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘লোক মারফতে জানতে পেরেছি একজন কুয়েতি নাগরিক চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে তাঁর বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছেন। তিনি বেশ কিছুদিন বাংলাদেশে অবস্থান করবেন। কুয়েত বাংলাদেশের একটি অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে কুয়েতের অংশগ্রহণ অবিস্মরণীয়। কুয়েতি নাগরিকের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তাঁর আগমনে আমরা স্বাগত জানাই।’
নিজেদের সম্পদ পাকিস্তানের কাছে ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকাসহ ৭ জেলায় রাতের মধ্যে ধেয়ে আসছে ৬০ কি.মি. বেগে ঝড়!
ফের চালু আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট, বাড়লো সরবরাহ
দেশব্যাপী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা
মায়ানমার থেকে দেশে ফিরেছে ‘বানৌজা সমুদ্র অভিযান’
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পেলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব
৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয় আমি কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ টিউলিপের
ড্রোন শো জানিয়ে দিল ইতিহাসের নানা পর্ব
বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী
কারাগার থেকে গণহারে মুক্তি রাষ্ট্রের জন্য হুমকি: আবু হানিফ
হানাহানি চাই না, শান্তির দেশ চাই: সেনাপ্রধান
বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহাল
ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হল
যার যার মত করে বৈশাখ উদযাপন করুন: প্রধান উপদেষ্টা
আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হলো ১৭ ঘণ্টা পর
আদানির কেন্দ্র থেকে সরবরাহ বন্ধের কারণে লোডশেডিং বাড়তে পারে
আমাদের হৃদয়ে বাস করে এক-একটা ফিলিস্তিন: মিজানুর রহমান আজহারী
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশ রয়েছে: শায়খ আহমাদুল্লাহ
মার্চ ফর গাজা: লাখো মানুষের কন্ঠে ধ্বনিত হলো 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন'
শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে: ফারুকী
অ্যামনেস্টি উদ্বেগ জানালো মেঘনা আলমকে নিয়ে
মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল
সাবেক প্রতিমন্ত্রী বিপুকে 'সর্বকালের সেরা বিদ্যুৎ চোর' বললেন সিদ্দিকী নাজমুল
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
এবার 'মঙ্গল শোভাযাত্রা' নয়, 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সাবেক আইজিপি ময়নুল
দেশে হুমকির মুখে নারীর অবস্থান ও নিরাপত্তা: মহিলা পরিষদ
৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া: চার অঞ্চলে সতর্কতা