চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসহ সব কার্যক্রম স্থগিত
- আপডেট সময় : ১২:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৩৪৩ বার পড়া হয়েছে
এনএস ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে সোমবারের (১ সেপ্টেম্বর) সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অনিবার্য কারণবশত আগামীকাল ১ সেপ্টেম্বরের সব পরীক্ষা স্থগিত করা হলো।’
রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে ক্যাম্পাসের ২ নম্বর গেটে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। এর মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা গুরুতর। বিকেল ৪টার দিকে যৌথ বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় রাতেই সংঘর্ষে প্রায় ৭০ শিক্ষার্থী আহত হন।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে দুই দিন ধরে টানা অস্থিরতা বিরাজ করায় প্রশাসন সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
















