ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সব টাকা দুদক নিয়ে যাক: সাবেক প্রধান বিচারপতি খায়রুল

এনএস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দুনীতি মামলায় আদালতে নেওয়া হয়: ছবি সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে। রাজধানীর রাজউকের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া দুদকের মামলার শুনানি শেষে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

এর আগে ৮১ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি আদালতে বলেন, ‘আমি কোনো কোটি টাকার মালিক নই। চাইলে দুদক আমার সব টাকা নিয়ে যেতে পারে। যেভাবে সবাই প্লটের জন্য আবেদন করে, আমি সেভাবেই করেছিলাম। ঘটনাটা আজ থেকে ২২-২৩ বছর আগের। তখনই লিখেছিলাম, অবসরে যাওয়ার পর টাকা পরিশোধ করব। টাকা না থাকা তো অপরাধ নয়। আমি অবসরের পর বকেয়া টাকা শোধ করেছি, তারপরই রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে।’

তিনি নিজের অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, বয়সজনিত জটিলতার পাশাপাশি তিনি হার্ট অ্যাটাক ও নানান রোগে ভুগছেন। তাই আদালতের কাছে জামিন প্রার্থনা করেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের মামলার নথিতে বলা হয়েছে, বিচারপতি খায়রুল হক প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে মিথ্যা তথ্য প্রদান করে রাজউকের ১০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছিলেন। একই সঙ্গে সুদ ও প্রযোজ্য অর্থ যথাসময়ে পরিশোধ না করে বিশেষ সুবিধা গ্রহণ করেন, যার ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।

মামলার বাদী দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান, সদস্য ও আরও কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

শুনানির সময় খায়রুল হক দাবি করেন, অবসরের পর তিনি সব বকেয়া পরিশোধ করেছেন এবং কোনো ধরনের অবৈধ সুবিধা ভোগ করেননি। তিনি আরও উল্লেখ করেন, রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক তদন্ত কমিশনে দায়িত্ব পালনকালে তিনি কোনো বেতন নেননি।

গ্রেপ্তারাদেশের পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে আদালত প্রাঙ্গণ থেকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যায়। এখন মামলার পরবর্তী শুনানিতে তার আইনজীবীরা আবারও জামিন আবেদন করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সব টাকা দুদক নিয়ে যাক: সাবেক প্রধান বিচারপতি খায়রুল

আপডেট সময় : ০৭:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে। রাজধানীর রাজউকের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া দুদকের মামলার শুনানি শেষে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

এর আগে ৮১ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি আদালতে বলেন, ‘আমি কোনো কোটি টাকার মালিক নই। চাইলে দুদক আমার সব টাকা নিয়ে যেতে পারে। যেভাবে সবাই প্লটের জন্য আবেদন করে, আমি সেভাবেই করেছিলাম। ঘটনাটা আজ থেকে ২২-২৩ বছর আগের। তখনই লিখেছিলাম, অবসরে যাওয়ার পর টাকা পরিশোধ করব। টাকা না থাকা তো অপরাধ নয়। আমি অবসরের পর বকেয়া টাকা শোধ করেছি, তারপরই রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে।’

তিনি নিজের অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, বয়সজনিত জটিলতার পাশাপাশি তিনি হার্ট অ্যাটাক ও নানান রোগে ভুগছেন। তাই আদালতের কাছে জামিন প্রার্থনা করেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের মামলার নথিতে বলা হয়েছে, বিচারপতি খায়রুল হক প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে মিথ্যা তথ্য প্রদান করে রাজউকের ১০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছিলেন। একই সঙ্গে সুদ ও প্রযোজ্য অর্থ যথাসময়ে পরিশোধ না করে বিশেষ সুবিধা গ্রহণ করেন, যার ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।

মামলার বাদী দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান, সদস্য ও আরও কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

শুনানির সময় খায়রুল হক দাবি করেন, অবসরের পর তিনি সব বকেয়া পরিশোধ করেছেন এবং কোনো ধরনের অবৈধ সুবিধা ভোগ করেননি। তিনি আরও উল্লেখ করেন, রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক তদন্ত কমিশনে দায়িত্ব পালনকালে তিনি কোনো বেতন নেননি।

গ্রেপ্তারাদেশের পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে আদালত প্রাঙ্গণ থেকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যায়। এখন মামলার পরবর্তী শুনানিতে তার আইনজীবীরা আবারও জামিন আবেদন করবেন বলে জানা গেছে।