ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

এনএস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যরা: ছবি সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস নিজে। পরবর্তীতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের মূল সিদ্ধান্ত ও পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেন, ‘ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত এগোচ্ছে, তখন কিছু পতিত ও পরাজিত শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এটি শুধুমাত্র আইন-শৃঙ্খলার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার ইস্যু। তারা দেশের শান্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সক্রিয় হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘আসন্ন দুর্গাপূজার সময় বিভিন্ন ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। গত বছরের দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।’

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দেশের সার্বিক নিরাপত্তা রক্ষার স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি, ধর্ম মন্ত্রণালয়কে দেশের সকল ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠক আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা যায়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়া, জুলাই হত্যাকাণ্ডের পর গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য পুনরায় দৃঢ় রাখা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক সুসংহত রাখার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনের সময়ে কোনো নিরাপত্তাজনিত অঘটন না ঘটে তা নিশ্চিত করতে, ঝটিকা মিছিল বা বেআইনী সভা-সমাবেশ মনিটরিং জোরদার এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আপডেট সময় : ১০:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস নিজে। পরবর্তীতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের মূল সিদ্ধান্ত ও পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেন, ‘ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত এগোচ্ছে, তখন কিছু পতিত ও পরাজিত শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এটি শুধুমাত্র আইন-শৃঙ্খলার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার ইস্যু। তারা দেশের শান্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সক্রিয় হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘আসন্ন দুর্গাপূজার সময় বিভিন্ন ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। গত বছরের দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।’

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দেশের সার্বিক নিরাপত্তা রক্ষার স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি, ধর্ম মন্ত্রণালয়কে দেশের সকল ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠক আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা যায়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়া, জুলাই হত্যাকাণ্ডের পর গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য পুনরায় দৃঢ় রাখা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক সুসংহত রাখার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনের সময়ে কোনো নিরাপত্তাজনিত অঘটন না ঘটে তা নিশ্চিত করতে, ঝটিকা মিছিল বা বেআইনী সভা-সমাবেশ মনিটরিং জোরদার এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস