‘সহিংস নেপালে আটকে থাকলেও বাংলাদেশিরা ঝুঁকিমুক্ত’
- আপডেট সময় : ০৮:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে
নেপালে চলমান সহিংস পরিস্থিতির মধ্যেও সেখানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
তিনি জানান, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হলেও ঢাকা–কাঠমান্ডু রুটে বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। ফ্লাইট চালু হলে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন। বর্তমানে প্রায় এক হাজার বাংলাদেশি নেপালে অবস্থান করছেন, এর মধ্যে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রাও রয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এয়ারপোর্ট পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারব না। ভারতের ভিসা না থাকায় বিকল্প পথে আনার সুযোগও নেই। তবে সবাই নিরাপদ আছেন। নেপালের বিক্ষোভকারীরাও বাংলাদেশি নাগরিকদের প্রতি কোনো নেতিবাচক মনোভাব দেখায়নি।’
তিনি আরও জানান, বাংলাদেশ দূতাবাস সর্বক্ষণ প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি শান্ত হলে তাদের দেশে ফেরত আনা হবে।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি হলে ইউক্রেনে একটি বাফার জোন তৈরি করা হতে পারে। সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়টি জাতিসংঘের ওপর নির্ভর করবে।
তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের শান্তিরক্ষী বাহিনীর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জাতিসংঘ প্রস্তাব দিলে বাংলাদেশ অবশ্যই অংশগ্রহণে আগ্রহী হবে।’
অন্যদিকে, কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।















