ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু ফলাফল ঘিরে ঢাবি থমথমে, পুলিশি নজরদারি জোরদার

এনএস রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

ডাকসু ফলাফল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চাপা উত্তেজনা: ছবি সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন সারাদিন মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হলেও ফলাফল ঘোষণাকে ঘিরে সন্ধ্যার পর থেকে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিবেশ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ও অভিযোগ-পাল্টা অভিযোগ ছাড়া ভোট গ্রহণে বড় কোনো সহিংসতা না ঘটলেও, ফলাফলের অপেক্ষায় থাকায় শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চাপা উত্তেজনা।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে দোয়েল চত্বর, শাহবাগ, টিএসসি, নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি, জামায়াত এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটক ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতপন্থী দুটি গ্রুপ আলাদা অবস্থান নেয়। অন্যদিকে শাহবাগ মোড়, টিএসসি চত্বর এবং দোয়েল চত্বরে নেতাকর্মীদের জটলা বাড়তে থাকে। ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

এদিকে ভোট কারচুপির অভিযোগ তুলে সন্ধ্যায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এবং কোনো ধরনের অশান্তি যাতে না ঘটে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’

অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাদের দাবি, নির্বাচন ঘিরে রাজনীতিকরণ বাড়তে থাকায় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্যাম্পাসে বাড়তি পুলিশি তৎপরতায় অনেকেই রাতের পড়াশোনা ও লাইব্রেরি ব্যবহারে দ্বিধাগ্রস্ত বোধ করছেন।

সব মিলিয়ে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগমুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয়েছে সতর্ক পাহারায় ঘেরা এক থমথমে এলাকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডাকসু ফলাফল ঘিরে ঢাবি থমথমে, পুলিশি নজরদারি জোরদার

আপডেট সময় : ১০:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন সারাদিন মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হলেও ফলাফল ঘোষণাকে ঘিরে সন্ধ্যার পর থেকে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিবেশ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ও অভিযোগ-পাল্টা অভিযোগ ছাড়া ভোট গ্রহণে বড় কোনো সহিংসতা না ঘটলেও, ফলাফলের অপেক্ষায় থাকায় শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চাপা উত্তেজনা।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে দোয়েল চত্বর, শাহবাগ, টিএসসি, নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি, জামায়াত এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটক ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতপন্থী দুটি গ্রুপ আলাদা অবস্থান নেয়। অন্যদিকে শাহবাগ মোড়, টিএসসি চত্বর এবং দোয়েল চত্বরে নেতাকর্মীদের জটলা বাড়তে থাকে। ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

এদিকে ভোট কারচুপির অভিযোগ তুলে সন্ধ্যায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এবং কোনো ধরনের অশান্তি যাতে না ঘটে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’

অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাদের দাবি, নির্বাচন ঘিরে রাজনীতিকরণ বাড়তে থাকায় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্যাম্পাসে বাড়তি পুলিশি তৎপরতায় অনেকেই রাতের পড়াশোনা ও লাইব্রেরি ব্যবহারে দ্বিধাগ্রস্ত বোধ করছেন।

সব মিলিয়ে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগমুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয়েছে সতর্ক পাহারায় ঘেরা এক থমথমে এলাকায়।