ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘জামায়াতি প্রশাসন’ আখ্যায় ক্ষুব্ধ ঢাবি ভিসি, দাবি অরাজনৈতিক

এনএস রিপোর্ট
  • আপডেট সময় : ১১:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান: ছবি সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ছাত্রদল নেতাদের অভিযোগের জবাবে নিজেকে অরাজনৈতিক দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই এবং কখনো রাজনীতি করিনি।’

আজ ডাকসু নির্বাচনের ফলাফল বিতর্কে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সভায় এ ঘটনা ঘটে।

সিনেট ভবনে চলমান মিটিংয়ের মধ্যে হঠাৎ সেখানে প্রবেশ করেন ছাত্রদল নেতারা। তারা অভিযোগ করেন, আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের আশপাশে বহিরাগতদের, বিশেষ করে জামায়াত–শিবিরের কর্মীদের জড়ো করা হয়েছে। এ বিষয়টি নিয়ে তারা উপাচার্যের সঙ্গে সরাসরি কথোপকথনে জড়িয়ে পড়েন।

ছাত্রদল নেতারা জোর দিয়ে বলেন, এসব বহিরাগত আসলে জামায়াত–শিবিরের কর্মী। তারা উপাচার্যের কাছে এ বিষয়ে স্পষ্ট জবাব দাবি করেন। উপাচার্য জানান, অভিযোগের বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ছাত্রদল নেতারা তার বক্তব্যে সন্তুষ্ট হননি এবং প্রশ্ন তুলতে থাকেন।

এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যের উদ্দেশে বলেন, ‘আমরা আজকের পর থেকে আপনাকে আনুষ্ঠানিকভাবে ‘‘জামায়াতি প্রশাসন’’ আখ্যা দিচ্ছি। যদি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেন, তাহলে আমরা আর কোনো সহযোগিতা করব না।’

অভিযোগের মুখে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান দৃঢ়ভাবে জানান, ‘আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি।’ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব, এবং প্রশাসন এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘জামায়াতি প্রশাসন’ আখ্যায় ক্ষুব্ধ ঢাবি ভিসি, দাবি অরাজনৈতিক

আপডেট সময় : ১১:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ছাত্রদল নেতাদের অভিযোগের জবাবে নিজেকে অরাজনৈতিক দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই এবং কখনো রাজনীতি করিনি।’

আজ ডাকসু নির্বাচনের ফলাফল বিতর্কে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সভায় এ ঘটনা ঘটে।

সিনেট ভবনে চলমান মিটিংয়ের মধ্যে হঠাৎ সেখানে প্রবেশ করেন ছাত্রদল নেতারা। তারা অভিযোগ করেন, আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের আশপাশে বহিরাগতদের, বিশেষ করে জামায়াত–শিবিরের কর্মীদের জড়ো করা হয়েছে। এ বিষয়টি নিয়ে তারা উপাচার্যের সঙ্গে সরাসরি কথোপকথনে জড়িয়ে পড়েন।

ছাত্রদল নেতারা জোর দিয়ে বলেন, এসব বহিরাগত আসলে জামায়াত–শিবিরের কর্মী। তারা উপাচার্যের কাছে এ বিষয়ে স্পষ্ট জবাব দাবি করেন। উপাচার্য জানান, অভিযোগের বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ছাত্রদল নেতারা তার বক্তব্যে সন্তুষ্ট হননি এবং প্রশ্ন তুলতে থাকেন।

এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যের উদ্দেশে বলেন, ‘আমরা আজকের পর থেকে আপনাকে আনুষ্ঠানিকভাবে ‘‘জামায়াতি প্রশাসন’’ আখ্যা দিচ্ছি। যদি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেন, তাহলে আমরা আর কোনো সহযোগিতা করব না।’

অভিযোগের মুখে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান দৃঢ়ভাবে জানান, ‘আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি।’ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব, এবং প্রশাসন এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।