ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

‘খালেদা জিয়া গত ১৭ বছর ধরে অন্যায়ের শিকার’

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

রায়পুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম: ছবি এনএস

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খালেদা জিয়া গত ১৭ বছর ধরে অন্যায়ের শিকার বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার পরামর্শ নিয়েই আমরা দলের কার্যক্রম এগিয়ে নিচ্ছি। দেশে একক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

দীর্ঘ ১১ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রায়পুর মাচ্চেন্টস একাডেমি মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শামীম এই কথাগুলো বলেন।

তিনি আরও অভিযোগ করেন, ‘জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিতে এবং নির্বাচিত সরকারকে ঠেকাতে ফ্যাসিবাদী ও পরাজিত শক্তি সক্রিয় হয়েছে। কিন্তু রক্তের বিনিময় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। স্বাগত বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু।

সম্মেলনে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা আমীর, মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

‘খালেদা জিয়া গত ১৭ বছর ধরে অন্যায়ের শিকার’

আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

খালেদা জিয়া গত ১৭ বছর ধরে অন্যায়ের শিকার বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার পরামর্শ নিয়েই আমরা দলের কার্যক্রম এগিয়ে নিচ্ছি। দেশে একক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

দীর্ঘ ১১ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রায়পুর মাচ্চেন্টস একাডেমি মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শামীম এই কথাগুলো বলেন।

তিনি আরও অভিযোগ করেন, ‘জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিতে এবং নির্বাচিত সরকারকে ঠেকাতে ফ্যাসিবাদী ও পরাজিত শক্তি সক্রিয় হয়েছে। কিন্তু রক্তের বিনিময় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। স্বাগত বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু।

সম্মেলনে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা আমীর, মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়া।